আবহাওয়া

West Bengal Weather | ফের পারদপতন রাজ্যে! কলকাতায় তাপমাত্রার পারদ ফের নামলো ১৪তে! সপ্তাহান্তে বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া!

West Bengal Weather | ফের পারদপতন রাজ্যে! কলকাতায় তাপমাত্রার পারদ ফের নামলো ১৪তে! সপ্তাহান্তে বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ফের পারদপতন। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও শনিবার ও রবিবার দার্জিলিঙে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে।

নয়া বছরের শুরুতেই আবহাওয়ার একের পর এক পরিবর্তন দেখছে বঙ্গ। একবার তাপমাত্রা বাড়ছে আরেকবার পতন হচ্ছে। মাঝে আবার ভ্রুকুটি বৃষ্টিরও। যার কারণে কার্যত রাজ্যে শীত উধাও হওয়ার কথা ছিল। তবে এরই মধ্যেই ফের পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) বদল। আবার পারদপতন রাজ্যে। মেঘের ঘনঘটা কাটিয়ে রাজ্যের তাপমাত্রা কমল বেশ কয়েক ডিগ্রি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। দেখে নিন সপ্তাহান্তে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)।

কলকাতার আবহাওয়া :

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। এদিকে শনিবার তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে সকালের দিকে কুয়াশাময় আকাশ। তবে বেলা গড়ালেও আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরে শনিবারও বৃষ্টির সম্ভবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশের আশেপাশেই।  

উল্লেখ্য, এর আগে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে গতকাল তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিক। এদিকে গতকাল কলকাতার আকাশে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল ৭২ শতাংশ। এদিকে গতকাল কলকাতা লাগোয়া দমদম অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখন মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রাতেও খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, আরও বেশ কয়েক দিন জমিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। ঘূর্ণাবর্তের জেরে বিগত দু’-তিন দিন মুখ ভার ছিল দক্ষিণবঙ্গের আকাশের। প্রায় সব ক’টি জেলাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজেছে। তবে সেই ঘূর্ণাবর্ত কেটে যাওয়ায় রাজ্যে ফের শীত ফেরার ইঙ্গিত দিল হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান-সহ সংলগ্ন এলাকায়। কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। সকালে কুয়াশা হলেও পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা একইরকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নিচে।‌ আগামী কয়েকদিনের সামান্য বাড়তে পারে সেই তাপমাত্রা। আগামিকাল অর্থাৎ রবিবার থেকে শুষ্ক আবহাওয়া। এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে এই ক'দিন। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, শনিবার ও রবিবার দার্জিলিঙে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। আর শনি-রবিতে কালিম্পঙে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপর মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনও বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সব থেকে বেশি কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে তুলনামূলক কম কুয়াশার সম্ভাবনা।

এদিকে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী দুদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। এছাড়া দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এদিকে দিল্লি সহ উত্তর ভারতে জেট স্টিম উইন্ডের সম্ভাবনা। কোল্ড ওয়েভ ও কোল্ড ডের প্রভাবে শীতের কাঁপুনি দেখা যেতে পারে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বাংলার তাপমাত্রা কিছুটা একই সারিতে অবস্থান করছে।