West Bengal Weather | উত্তরে প্রবল বৃষ্টির সতর্কতা! দক্ষিণে শীঘ্রই প্রাক-বর্ষা দেবে স্বস্তি! দেখুন পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট!

Thursday, June 13 2024, 1:12 pm
highlightKey Highlights

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হলেও দক্ষিণে এখনও দেখা নেই বর্ষার। রীতিমতো গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। তবে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। যদিও বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তবে বর্ষা না ঢুকলেও প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে তাপমাত্রার পারদ খানিক নামবে।


উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হলেও দক্ষিণে এখনও দেখা নেই বর্ষার। রীতিমতো গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। তবে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। যদিও বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তবে বর্ষা না ঢুকলেও প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে তাপমাত্রার পারদ খানিক নামবে। 

কলকাতার আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। ১৪ জুন অর্থাৎ শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপর ১৫ এবং ১৬ জুন সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ১৭, ১৮ এবং ১৯ জুনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা কমে ৩৪ ডিগ্রি হতে পারে। আর এই ক'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে নেমে ২৬ ডিগ্রিতে নামতে পারে ১৭ জুনে। 

Trending Updates

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে ঝড়ও হতে পারে আজ। বৃহস্পতিতে বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় হতে পারে। হতে পারে বজ্রপাত। 

এরপরে ১৪ জুন, শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। সোমবার ও মঙ্গলবার ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন-এর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ১৫ থেকে ১৯ জুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতি জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায়। আগামী ১৫, ১৬, ১৭ জুন পর্যন্ত দক্ষিণের সব জেলায় জারি থাকবে সতর্কতা। 

উত্তরবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর আপডেট অনুযায়ী, উত্তরের সব জেলাতেই বৃষ্টি জারি থাকবে ১৯ তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের সব জেলায় আজ বৃষ্টি হতে চলেছে। অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি আছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গে কিছুদিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস থাকছে বলে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর আপডেট। দার্জিলিং-এর পার্বত্য সব এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 

উল্লেখ্য, বর্ষা আসতে না আসতেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে সিকিম। সেখানে ভারী বৃষ্টির পর ভূমিধসের ঘটনার জেরে মাঙ্গানেএকজনের মৃত্যু হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন পাঁচজন। ভারী বর্ষণে কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টির পরের একটি ভিডিওটিও সামনে এসেছে। কালিম্পং-এর সঙ্গে এই অঞ্চলের সংযোগকারী ১০ নং জাতীয় সড়ক ভূমিধসের কারণে উত্তর সিকিম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File