আবহাওয়ারাজ্যে ঘূর্ণাবর্তের জোড়া দাপটের জেরে বৃষ্টির আগাম সতর্কতা জারি, তাপমাত্রা বাড়ল দক্ষিণবঙ্গে
মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে দীঘার উপর থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। অন্যদিকে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, যার ফলে সপ্তাহের শুরুতেই বাংলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি বাড়ল তাপমাত্রাও। সপ্তাহের শুরুতে আংশিক মেঘলাই থাকবে মহানগরীর আকাশ। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।