আবহাওয়া

West Bengal Weather News | দ্রুত কমবে তাপমাত্রার পারদ! ২০ ডিগ্রি ছোঁবে কলকাতার তাপমাত্রা! কালীপুজো-ভাইফোঁটাতে শীত শীত অনুভব বঙ্গে!

West Bengal Weather News | দ্রুত কমবে তাপমাত্রার পারদ! ২০ ডিগ্রি ছোঁবে কলকাতার তাপমাত্রা! কালীপুজো-ভাইফোঁটাতে শীত শীত অনুভব বঙ্গে!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, তিন-চারদিনের মধ্যে তাপমাত্রা কমবে দ্রুত। চলতি সপ্তাহেই চোখের পলকে বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। কলকাতার তাপমাত্রা ছোঁবে ২০ ডিগ্রি।

বঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল বেশ কিছুদিন। তবে বৃষ্টির মেঘ ইতিমধ্যেই কেটে গিয়েছে। আগামীদিনে আর বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। তবে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকলেও দ্রুত কমতে চলেছে তাপমাত্রার পারদ। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, বুধবারের মধ্যে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে তাপমাত্রা। অর্থাৎ চলতি সপ্তাহেই শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শীতের আমেজ আগের থেকেই বজায় রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ছত্তিশগড়ের উপর অবস্থান করছিল একটি ঘূর্ণাবর্ত। যার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল। পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) সেই মতো বদলও হয়েছিল। শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, ভোরের বাতাসে হিমেল ছোঁয়া আরও বাড়বে। চলতি সপ্তাহেই কমবে তাপমাত্রা। ফের বঙ্গে প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া। আর এর জেরে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অনেকটাই নামবে। অনুভূত হবে শীত শীত ভাব। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি নামবে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শুরু থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) বদল হবে। আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামবে। পশ্চিমের জেলাগুলিতে বুধবারের মধ্যে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে বলে খবর। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) রিপোর্ট বলছে,  সোমবার থেকে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী কয়েকদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। 

কলকাতার আবহাওয়া :

আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) অনুযায়ী, এদিন কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। সোমবার থেকে কমবে তাপমাত্রা, বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে কলকাতায়। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ অনুভব করা যাবে। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে আগামিকাল, ৭ই নভেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা গিয়েছে। এরপরে ৮ই  নভেম্বর কলকাতার সর্বিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ৯ তারিখ থেকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের ২১ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এই সপ্তাহে আগামী ক'দিন কলকাতার আকাশে মেঘের দেখা মিলবে না। 

উত্তরবঙ্গের আবহাওয়া :

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। তবে এই আবহেই  দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সময়ের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে শীতের আমেজ ক্রমশ বাড়বে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আজ থেকে আগামী পাঁচদিন  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে রাতের পারদ নামতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরের রাতের পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামবে। 

প্রসঙ্গত, শীতের উপর এল নিনোর প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করছেন আবহবিদদের একাংশ। এল নিনোর প্রভাবে চলতি বছর অপেক্ষাকৃত কম শীত পড়বে কি না তা নিয়ে চর্চা চলছে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও তথ্য মৌসম ভবনের তরফে জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এল নিনোর একটি বড় প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)তে। অন্যদিকে, এখন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, ১২ই নভেম্বর রবিবার কালীপুজো এবং ১৫ তারিখ ভাইফোঁটায় ভালোই শীতের আমেজ পেতে চলেছে বঙ্গবাসী।


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla