West Bengal Weather | তীব্র দাবদাহ থেকে অবশেষে স্বস্তি! আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস!

Thursday, May 2 2024, 9:36 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তাপমাত্রাও কিছুটা কমবে।


প্রবল গরমের পর সামান্য স্বস্তির আশ্বাস। টানা তাপপ্রবাহের মধ্যে কিছুটা সুখবর দিল আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানিয়েছে, কিছুটা বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। আগামী সপ্তাহে তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে চলেছে শহরবাসী। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস  বলে, সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তাপমাত্রাও কিছুটা কমবে।

কলকাতার আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৩ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে। সকালে শুকনো গরম থাকলেও বেলা শেষে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। গরম ও অস্বস্তিও থাকবে। আগামী রবিবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

Trending Updates
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে সব জেলাতেই।  দু এক জায়গায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।  রবিবার যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও গরম থেকে রেহাই মিলবে না। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে এবং পশ্চিমের ৩-৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বজায় থাকবে। সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে।

উল্লেখ্য, প্রবল গরমের পর সামান্য স্বস্তি দিয়েছে ক্ষণিকের বৃষ্টি। সামান্য ভিজেছে দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম। তবে তা প্রবল গরমের তুলনায় সামান্য। পশ্চিমের ৬ জেলায-বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে। তবে শনিবার বিকেল থেকে কোথাও কোথাও মেঘের আনাগোনা দেখা যাবে । তবে বৃষ্টি হবে রবিবার, তাও দাপট থাকবে খুবই সামান্য পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম - এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও এক দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। রবিবারের মধ্যে সোম ও মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নেবে স্বাভাবিকের কাছাকাছি হবে ।

শনিবার বিকেল থেকে কোথাও কোথাও মেঘের আনাগোনা দেখা যাবে
শনিবার বিকেল থেকে কোথাও কোথাও মেঘের আনাগোনা দেখা যাবে

উত্তরবঙ্গের আবহাওয়া :

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংএ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। শনিবার, ৪ মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিংও কালিম্পংয়ে। ফলে গরমে নাজেহাল হয়ে যাঁরা পাহাড়মুখী হয়েছিলেন, তাঁরা বৃষ্টি পেতে পারেন।  আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে উত্তরবঙ্গের নিচের দিকের জেনা মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তারপরেও গরম ও অস্বস্তি কমার সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংএ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংএ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন

উল্লেখ্য, মে মাসের তাপমাত্রা ও বৃষ্টির পূর্বাভাস মাসিক রিপোর্ট অনুযায়ী পূর্বাভাস, 'দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্য় প্রদেশ, বিদর্ভ, মারাঠওয়াড়া, গুজরাট অঞ্চলে প্রায় পাঁচ থেকে আট দিন চলতে পারে তাপপ্রবাহ যা স্বাভাবিকের থেকে বেশি। এছাড়া রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ইউপি এবং ছত্তিশগড়ের কিছু অংশ, অভ্যন্তরীণ ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশে ২-৪ দিন বেশি তাপপ্রবাহ বইতে পারে। আইএমডি প্রধান জানিয়েছেন, রাজস্থান, পূর্ব মধ্য প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়,দিল্লি, উত্তর প্রদেশ ও ছত্তিশগড়ের কিছু এলাকা, ওড়িশার কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর কর্নাটক, তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে দুই চারদিন বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিল্লি-এনসিআর-এ এই মাসে পাঁচ থেকে সাতদিন লু বইতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File