Weather Update | আজ অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! কবে থেকে কমবে বৃষ্টির দাপট?

আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
বুধবার রাত থেকেই শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে প্রায় গোটা দক্ষিণবঙ্গে। আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। কিন্তু কবে রেহাই মিলবে বৃষ্টি থেকে? আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, যে নিম্নচাপের প্রভাবে বাংলায় এত বৃষ্টি হচ্ছে তা বর্তমানে রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে। ফলে শুক্রবারে বৃষ্টির পরিমাণ একটু কমবে।