SSC Recruitment | চাকরিহারা এবং নতুন পদ তৈরি করে মোট শূন্যপদ ৪৪,২০৩টি! কোন ক্ষেত্রে কত নিয়োগ?

Tuesday, May 27 2025, 2:02 pm
SSC Recruitment | চাকরিহারা এবং নতুন পদ তৈরি করে মোট শূন্যপদ ৪৪,২০৩টি! কোন ক্ষেত্রে কত নিয়োগ?
highlightKey Highlights

নতুন করে পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ কোনও ভাবেই অমান্য করা হবে না। পাশাপাশি তিনি জানান মোট শূন্যপদ রয়েছে ৪৪,২০৩টি।


নতুন করে পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ কোনও ভাবেই অমান্য করা হবে না। পাশাপাশি তিনি জানান মোট শূন্যপদ রয়েছে ৪৪,২০৩টি। চাকরিহারাদের জন্য নবম এবং দশম শ্রেণির জন্য শূন্যপদ : ২৩,২১২, একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য : ১২,৫১৪, গ্রুপ সি'র জন্য : ২,৯৮৯ গ্রুপ ডি'র জন্য :৫,৪৮৮ পদ রয়েছে। এছাড়াও নবম এবং দশম শ্রেণীর জন্য : ১১,৫১৭, একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য : ৬,৯১২, গ্রুপ সির জন্য : ৫৭১ এবং গ্রুপ ডি র জন্য ১০০০টি অতিরিক্ত শূন্যপদ রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File