শিক্ষাবিশ্বভারতীর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তবে এখনই সমস্ত পড়ুয়ারা ক্লাস করতে পারবে না
আগামী ১ ডিসেম্বর থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। সম্প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন। তবে ওই দিন থেকেই সব পড়ুয়ার ক্লাস শুরু হবে না। জানা যাচ্ছে স্নাতক, স্নাতকোত্তরের অন্তিম সেমেস্টারের পড়ুয়ারা এবং এমফিলের সমস্ত পড়ুয়া এই অফলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারবেন। ক্লাস শুরু হলেও এখনই হস্টেল খুলবে না। পরের বছর জানুয়ারিতে পুনরায় হস্টেল খুলতে পারে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এছাড়াও বিশ্বভারতীতে ক্লাস করতে গেলে বাধ্যতামূলক করা হয়েছে করোনার দু’টি টিকা নেওয়া। দু’টি টিকার শংসাপত্র দেখানোর পর ক্লাস করার অনুমতি পাবেন পড়ুয়ারা।