পশ্চিমবঙ্গে কার্যত লকডাউনে বেশ কিছু ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlights
রাজ্যে করোনা সংক্রমণের পরিমাণ হ্রাস করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ১৬ই মে থেকে কার্যত লকডাউন চলছে, যা আগামী ১৬ই জুন পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে। তবে, নবান্ন সভাগৃহে গত সোমবার অর্থাৎ ৩১শে মে কার্যত লকডাউনে বেশকিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রয়োজনমত ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে; দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খুচরো দোকান খোলা থাকবে। পাশাপাশি আরও জানিয়েছেন, কোনও নির্মাণ সংস্থা যদি নিজেদের কর্মীদের করোনা টিকা দিয়ে কাজ শুরু করতে চান, তবে তারা করতে পারেন।
- Related topics -
- মমতা ব্যানার্জী
- মুখ্যমন্ত্রী
- লকডাউন
- রাজ্য