যাদবপুরের অধিকাংশ শিক্ষকের মত নেই পুজোর আগেই ক্যাম্পাস খোলা নিয়ে
Thursday, December 21 2023, 2:33 pm

পড়ুয়াদের একাংশ বহুদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবিলম্বে খোলার দাবি জানিয়ে চলেছেন। কিন্তু এবিষয়ে শিক্ষকদের একটি বড় অংশ মনে করছেন, করোনা পরিস্থিতির বিভিন্ন দিক বিবেচনা করে পুজোর আগে ক্যাম্পাস খোলা ঠিক হবে না। শিক্ষকদের অনেকে এ-ও মনে করছেন, ক্যাম্পাস যদি পুজোর পরে খোলা হয়, তা হলে তখন প্রথম দফায় শুধুমাত্র চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে আনা হোক। এর পরে ধাপে ধাপে ক্যাম্পাস খোলার প্রক্রিয়া চলুক। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্যাম্পাস খোলার বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষায় উঠে এসেছে এই সব তথ্য।
- Related topics -
- যাদবপুর ইউনিভার্সিটি
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯
- দুর্গাপুজো
- রাজ্য