মেট্রোয় স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়ছে, এবার থেকে মেট্রো চলবে রবিবারও
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsশনিবার থেকে মেট্রোয় যাত্রী-সংখ্যা বৃদ্ধির জেরে বাড়ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা। সেই সঙ্গে এ বার থেকে রবিবারও চলবে স্টাফ স্পেশ্যাল মেট্রো। এর আগে প্রায় চার মাস রবিবারগুলিতে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকত। মেট্রো সূত্রে জানা যাচ্ছে , আগামী শনিবার থেকে মেট্রোয় কবি সুভাষ ও দমদমের মধ্যে চলবে সারা দিনে ১০৪টির বদলে ১৭২টি ট্রেন। শনিবার দিনের ব্যস্ত সময়ে আট মিনিট অন্তর চলবে ট্রেন। সকাল ৮টায় দুই প্রান্তিক স্টেশন, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে পরিষেবা শুরু হবে। অন্তিম ট্রেন কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়বে রাত ৯টায়।
- Related topics -
- পরিষেবা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- শহর কলকাতা
- রাজ্য

