Amrit Bharat Express | আরও সহজ-সস্তা বারাণসী যাত্রা, শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা!

Saturday, January 10 2026, 4:10 pm
Amrit Bharat Express | আরও সহজ-সস্তা বারাণসী যাত্রা, শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা!
highlightKey Highlights

বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পর একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা।


বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পর একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। যার মধ্যে একটি চলবে শিয়ালদহ এবং বারাণসীর মধ্যে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ কোচের ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ছাড়বে। বারাণসী পৌঁছাবে পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে। অন্যদিকে বারাণসী থেকে ট্রেনটি ছাড়বে রাত ১০ টা ১০ মিনিটে। শিয়ালদহ পৌঁছাবে পরের দিন সকাল ৯টা ৫৫ মিনিটে। তবে সপ্তাহে মাত্র তিনদিনই এই ট্রেন পাওয়া যাবে। শিয়ালদহ-বারাণসী এক্সপ্রেসের স্টপেজ মাত্র ছয়টি। জানুয়ারিতেই এই ট্রেনের উদ্বোধন হতে পারে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File