Telemedicine । টেলিমেডিসিন দ্বারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ায় দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ! পরিষেবা পেয়েছেন ৪ কোটি ৪ লাখেরও বেশি মানুষ!

Monday, July 15 2024, 11:26 am
highlightKey Highlights

২০২১ সালের আগস্টে বাংলায় প্রকল্পটি শুরু হয়। এবছরের জুন পর্যন্ত পরিষেবা পেয়েছেন ৪ কোটি ৪ লাখেরও বেশি মানুষ।


দেশে টেলিমেডিসিন পরিষেবায় এগিয়ে বাংলা। তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের মতো স্বাস্থ্যে অগ্রণী দক্ষিণী রাজ্যগুলিকে পেছনে ফেলে দৈনিক টেলিমেডিসিনে ডাক্তার দেখানোর কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘ই সঞ্জীবনী’তে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০২১ সালের আগস্টে বাংলায় প্রকল্পটি শুরু হয়। এবছরের জুন পর্যন্ত পরিষেবা পেয়েছেন ৪ কোটি ৪ লাখেরও বেশি মানুষ। সূত্রের খবর, বাংলায় এখন ১০ হাজারের বেশি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই পরিষেবা মিলছে। এর মধ্যে উপ স্বাস্থ্যকেন্দ্র ৮৯২৬টি, প্রাথমিক ও পুর স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা যথাক্রমে ৭৮০ ও ৪৬৫।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File