Medicine Price | ১৩২টি ওষুধের দাম কমাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর! তালিকায় রয়েছে ক্যানসারের ওষুধ-সহ হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধও!

Thursday, April 17 2025, 8:47 am
Medicine Price | ১৩২টি ওষুধের দাম কমাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর! তালিকায় রয়েছে ক্যানসারের ওষুধ-সহ হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধও!
highlightKey Highlights

১৩২ টি ওষুধের দাম কমাল পশ্চিমবঙ্গের স্বাস্থ্যদপ্তর। এই তালিকায় রয়েছে ক্যানসার রোধের একাধিক ওষুধও।


১৩২ টি ওষুধের দাম কমাল পশ্চিমবঙ্গের স্বাস্থ্যদপ্তর। এই তালিকায় রয়েছে ক্যানসার রোধের একাধিক ওষুধও। এছাড়াও যেসব ওষুধের দাম কমানো হয়েছে তারমধ্যে রয়েছে এন্টিবায়টিক,হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধ, ডায়বেটিস, এন্টি এলার্জি, কৃমি এবং কয়েকটি জীবনদায়ী ইঞ্জেকশন। একইসঙ্গে আরও ৯ টি ওষুধ স্বাস্থ্যসাথী গ্রুপের আওতায় আনা হয়েছে। প্রসঙ্গত, নতুন অর্থবর্ষের শুরুতেই ৭৪৮ টি ওষুধের দাম ১.৭৪ শতাংশ বাড়িয়ে ছিল কেন্দ্র। যুক্তি ছিল স্টেন্ট ও ওষুধের গোত্রে পড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File