কলকাতা পুলিশভয়াবহ ঘূর্ণিঝড় 'ইয়াস' এর আগমনের আগেই শহরের ৮টি উড়ালপুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল
ঘূর্ণিঝড় 'ইয়াস' আছড়ে পড়ার আগেই কলকাতার আটটি উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। এই আটটি উড়ালপুল গুলির মধ্যে থাকছে এজিসি বোস রোড, চিংড়িঘাটা, তারাতলা, গার্ডেনরিচ, মা ফ্লাইওভার। আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে ২০টি জেলা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে । ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু হয়েছে নবান্নে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই গোটা পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় চার হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ত্রাণ শিবির গুলি করোনা বিধি মেনেই চালানো হবে।