রাজ্য

WB Flood | বন্যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, ১০ জেলায় নজরদারি দায়িত্ব দেওয়া হল বিভিন্ন দফতরের প্রধান সচিবদের

WB Flood | বন্যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, ১০ জেলায় নজরদারি দায়িত্ব দেওয়া হল বিভিন্ন দফতরের প্রধান সচিবদের
Key Highlights

প্রবল বৃষ্টির কারণে দামোদর ভ্যালি এলাকায় বিশেষ করে মাইথন পাঞ্চেত ও দূর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। ফলে নিম্ম দামোদর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ভারী বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টির কারণে দামোদর ভ্যালি এলাকায় বিশেষ করে মাইথন পাঞ্চেত ও দূর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। ফলে নিম্ম দামোদর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় দক্ষিণবঙ্গের ১০ জেলায় নজরদারি দায়িত্ব দেওয়া হল বিভিন্ন দফতরের প্রধান সচিবদের। ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা কার্যত জলের তলায়। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর জলে ভাসছে আরামবাগ। বাদ নেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার একাংশও।