উত্তপ্ত দিনহাটা! হাসপাতালের বারান্দায় ঝুলছে BJP নেতার দেহ
Thursday, December 21 2023, 2:33 pm
Key HighlightsBJP-র শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় ওই BJP নেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মণ্ডল সভাপতিকে। তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে পদ্মশিবির। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অন্যদিকে, এই ঘটনায় দেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধা দেন BJP কর্মীরা। এরপরই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। জানা যাচ্ছে, নিহতের নাম অমিত সরকার। দিনহাটা শহরের ১০ নম্বর ওয়ার্ডে বাড়ি তাঁর। রাতে দলীয় সভা করেন তিনি। দিনহাটা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে দলের প্রচারে সক্রিয় ভূমিকা ছিল অমিতের। রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে দিনহাটা থানার পুলিশ দেহ উদ্ধার করেছে।