বিধানসভা নির্বাচনএকই সাথে দুই জায়গায় ভোটার শুভেন্দু! কমিশনে তাঁর নাম কাটার আর্জি জানাল তৃণমূল
আইন অনুযায়ী, একটি নির্দিষ্ট এলাকায় কমপক্ষে ৬ মাস বসবাস করলে তবে সেখাকানকার ভোটার হওয়া যায়। নির্বাচন কমিশনের কাছে তৃণমূল অভিযোগ জানিয়েছে, শুভেন্দু অধিকারী মিথ্যে তথ্য জমা দিয়েছে। ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ১৭ নম্বর ধারা অনুযায়ী এই কাজের শাস্তি ১বছর কারাবাস। আগে তিনি হলদিয়ার ভোটার থাকলেও তিনি তা ট্রান্সফার করিয়ে নন্দীগ্রামে করেছেন। বিএলও রিপোর্ট অনুযায়ী, নন্দীগ্রামের নন্দনায়েকবাড় গ্রামের মৃণাল বেরার বাড়িতে শুভেন্দু ৬ মাস ছিলেন না। নন্দীগ্রাম থেকে নাম কাটার আর্জি জানিয়েছে তৃণমূল।