বিধানসভা নির্বাচন: দুর্ঘটনা না আক্রমণ? ১০ই মার্চ কি হয়েছিল? কি বলছে গুগল ট্রেন্ডস?

Thursday, December 21 2023, 2:33 pm
বিধানসভা নির্বাচন: দুর্ঘটনা না আক্রমণ? ১০ই মার্চ কি হয়েছিল? কি বলছে গুগল ট্রেন্ডস?
highlightKey Highlights

'গুগল' হল এমন একটি অনুসন্ধান প্লাটফর্ম, যা গোটা দুনিয়ার তথ্য দেয়। গত ১০ ই মার্চ নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া থেকে মন্ত্রীমহল, দেশের সব জায়গা চঞ্চল হয়ে উঠছিল। ঠিক কি হয়েছিল ওই দিন, তা জানতে গোটা দেশ জুড়ে সাধারণ জনগণ গুগলে গিয়ে খুঁজেছিলেন। রিপোর্ট অনুযায়ী, ১০ ই মার্চ 'মমতা ব্যানার্জী' লিখে ২ লক্ষেরও বেশি সার্চ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও আবার অনেকে ‘মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাক্সিডেন্ট’, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ়’ লিখেও সার্চ করেছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File