বিধানসভা নির্বাচনTMC নেতার বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাট! 'অভ্যাস পাল্টাতে সময় লাগবে', বললেন দিলীপ ঘোষ
আজ পশ্চিমবঙ্গে নির্বাচনে ভোটগ্রহণ পর্ব সকাল থেকেই শুরু হয়ে গেছে। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়ায় এক তৃণমূল নেতার বাড়িতে মিলেছে ইভিএম ও ভিভিপ্যাট। ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। দ্বায়িত্বে থাকা সেকশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশনের তরফে। পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বলেছেন 'পঞ্চায়েত ভোটের সময় ব্যালটবক্স নিয়ে চলে গিয়েছিল। কোথাও পুকুরে ফেলেছিল ব্যালটবক্স। এভাবেই ভোট হত এতদিন। আমার মনে হয়, অভ্যাস পাল্টাতে সময় লাগবে।'