সিবিআই তলব করা সত্বেও নিজাম প্যালেসে হাজির হলেন না তৃণমূলের অনুব্রত মণ্ডল
Tuesday, May 11 2021, 8:00 am

বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার-কাণ্ডে মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তবে বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতি এবং নিজের শারীরিক অবস্থার কথা চিন্তা করে তিনি আজ হাজিরা দেননি। সূত্রের খবর, তাঁর এই সিদ্ধান্তের পিছনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকলেও থাকতে পারে। কারণ, সোমবারই মিনার্ভা থিয়েটারে মমতা অনুব্রতকে উদ্দেশ্য করে বলেন নির্বাচন মেটার পরে সিবিআই-এর নির্দেশ মানার কথা।
- Related topics -
- রাজ্য
- সিবিআই
- গরু পাচার কাণ্ড