রাজ্যদেশের নজর ভবানীপুরে, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, ফিরহাদ-সুব্রতকে নজরবন্দির দাবি
উপনির্বাচন ২০২১: কেবল রাজ্য নয়, আজ গোটা দেশের নজর হাইপ্রোফাইল পশ্চিমবঙ্গের ভবানীপুর। উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপরীতে রয়েছেন বিজেপি-র প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, সিপিআইএম-এর শ্রীজীব বিশ্বাস। উপ-নির্বাচন রয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও। নির্বাচন কমিশনের কাছে ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তরফে অভিযোগ জমা পরায় অবিলম্বে কড়া নজরদারিতে রাখা হয়েছে এই দুই মন্ত্রীকে। পাশাপাশি গুরুদ্বারায় ১৪৪ ধারা লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।