রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, তার আগে মমতার সমর্থনে গান বাঁধলেন কবীর সুমন

Wednesday, March 3 2021, 10:28 am
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে বিধানসভা নির্বাচনের আগে ছ’টি অনুচ্ছেদের গান লিখেছেন তৃণমূলের প্রাক্তন সংসদ কবির সুমন। রাজনীতি ছেড়ে দেওয়ার পর তিনি বাংলা খেয়ালে মেতে থাকলেও বর্তমানে বিজেপির হাত থেকে রাজ্যকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। তাই তিনি বাংলা ও মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে একটি গান লিখেছে, যা হয়তো শনিবার রেকর্ডিং হতে পারে, অ্যারেঞ্জমেন্ট তাঁর নিজেরই। তিনি নিজে এই কথা 'শেয়ার' করে নিলেন নেটিজনেদের সাথে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File