সকাল থেকে শুরু ভোট গ্রহণ পর্ব; একইদিনে ভোট উপলক্ষ্যে করোনা বিধি না মেনে ভৈরবপুর গ্রামে মেলা বসেছে
Monday, April 26 2021, 4:41 am
Key Highlightsপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: আজ রাজ্যে ৫ জেলার ৩৪ টি আসনে সপ্তম দফার ভোট। ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে মালদা হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের ভৈরব পুর গ্রামে একদিকে যেমন সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব; অন্যদিকে ঐ এলাকায় ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার দূরে বসেছে মেলা। স্থানীয় বাসিন্দাদের মতানুযায়ী, ভোটের দিনে ওই এলাকায় প্রতিবারই মেলা বসে। কোভিডবিধি পুরোপুরি শিকেয় তুলে মেলায় মেতে রয়েছেন স্থানীয়রা। সেখানে রীতিমত জিলাপি, পাঁপড়, চপ থেকে শুরু করে বাড়ির তৈরি মিষ্টি নানা খাবার বিক্রি শুরু হয়ে গেছে।
- Related topics -
- রাজ্য
- বিধানসভা নির্বাচন
- কোভিড গাইডলাইন
- কোভিড ১৯

