Weightlifting | কলকাতার মঞ্চে নয়া নজির, ভারোত্তোলনে সোনা জিতলো মা-মেয়ে!

Saturday, November 29 2025, 3:13 pm
Weightlifting | কলকাতার মঞ্চে নয়া নজির, ভারোত্তোলনে সোনা জিতলো মা-মেয়ে!
highlightKey Highlights

ভারোত্তোলনের একই মঞ্চে মা-মেয়ের চ্যাম্পিয়ন হওয়ার বিরল নজির গড়লেন রাখি-রাজ্যশ্রী।


শুক্রবার থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে ‘অস্মিতা ভারোত্তোলন লিগ’ এর পূর্বাঞ্চলীয় পর্ব। এই প্রতিযোগিতায় নেমেছিলেন ভারতীয় ভারোত্তোলনের চেনা মুখ রাখি এবং তাঁর কন্যা রাজ্যশ্রী। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী রাখি লড়লেন ৬৯ কেজি বিভাগে। আর বছর উনিশের রাজ্যশ্রী ছিলেন ৫৮ কেজি বিভাগে। এক মঞ্চেই সোনা জিতে বিরল নজির গড়লেন মা মেয়ে। এদিন ক্লিন অ্যান্ড জার্কে ৮৫ কেজি, স্ন্যাচে ১০৮ কেজি মোট ১৯৩ কেজি তুলে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশ্রী। ক্লিন অ্যান্ড জার্কে ৭৭, স্ন্যাচে ১০১ মোট ১৭৮ কেজি তুলেছেন রাখি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File