ট্রেন্ডিং ব্রাইডাল মেকআপ: জমকালো টানা চোখ, হালকা বেস আর একটু লিপস্টিক
Wednesday, March 17 2021, 7:34 am
Key Highlightsএকটি মেয়ে তার বিয়ের দিন কেমন সাজবে সেই নিয়ে আগে থেকেই অনেক পরিকল্পনা থাকে। আর এখন তো সেই বিশেষ দিনে নিজেকে অপরূপা করে তোলার জন্য 'ব্রাইডাল মেকআপ' রয়েছে। বর্তমান সময়কালে খুব গাঢ় মেকআপ হয়না। বরং আপনার ফেসের বেস একটু হালকা এবং গ্লিটার গ্ল্যাম দিয়ে চোখের মেকআপ জমকালো করলে এক অন্যরকম লুকের অধিকারী হবেন আপনি। সঙ্গে পোশাকের সাথে মানিয়ে একটি হালকা রঙের লিপস্টিক হলেই সাজ সম্পূর্ণ ।
- Related topics -
- লাইফস্টাইল
- মেকআপ
- শুভ বিবাহ
- সৌন্দর্য্য
- ট্রেন্ডিং

