Mirzapur Movie | OTTর পর এবার বড়পর্দায় 'মির্জাপুর'! টিজার প্রকাশ করলেন প্রযোজক ফারহান
Monday, October 28 2024, 11:20 am
Key Highlightsজনপ্রিয় সিরিজ় ‘মির্জ়াপুর’ বড়পর্দায় রিলিজ হচ্ছে। আজ, ২৮শে অক্টোবর, সকালে টিজার প্রকাশ করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজ়ল, দিব্যেন্দুরাই।
অ্যামাজ়ন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘মির্জ়াপুর’ এবার প্রেক্ষাগৃহে। ২৮শে অক্টোবর, সোমবার সকালে প্রযোজক ফারহান আখতার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন ছবি মুক্তির অ্যানাউন্সমেন্ট টিজ়ার। ছবির মুখ্য ভূমিকায় অবশ্যই রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজ়ল, দিব্যেন্দুর মতো সিরিজ়ের পুরোনো তারকারা। ২০১৮ সালে প্রথম সিজ়ন মুক্তির সাথে সাথে দর্শকের ভালোবাসা অর্জন করে এই সিরিজটি। চলতি বছরের শুরুতে ওয়েব সিরিজটির তৃতীয় সিজ়ন মুক্তি পেয়েছে। ফলে ছবিটি বড়পর্দায় দেখতে পাওয়ার খবরে উচ্ছসিত ‘কালিন ভাইয়া’র ফ্যানেরা।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- ওটিটি প্ল্যাটফর্ম
- মির্জাপুর
- ওয়েব সিরিজ

