আবহাওয়া

পৌষে পারদ পতন! ঢুকছে উত্তুরে হাওয়া স্বস্তি রাজ্যবাসীর

পৌষে পারদ পতন! ঢুকছে উত্তুরে হাওয়া স্বস্তি রাজ্যবাসীর
Key Highlights

শীতের পারদ বেড়েছে কলকাতায়। ২৪ ঘণ্টায় প্রায় ২ ডিগ্রি নামল পারদ। আজ শহরের তাপমাত্রা ১৬.৬। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় ধাপে ধাপে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ নামবে। তবে তা কোনওভাবেই ১৪ বা ১৩ নীচে নামবে না। ফলে শীতের আমেজ ফিরলেও প্রকৃত শীত অধরাই থাকবে। উত্তরবঙ্গে কিঞ্চিত সুসংবাদ। সেখানে ১২ বা ১১ ডিগ্রিতে রয়েছে, সেখানে তাপমাত্রা নামার পূর্বাভাস। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রোগভোগ বাড়ছে। শীত ফেরার হাহুতাশ বাড়ছে। তার মাঝেই উত্তরবঙ্গে ফিরল ভরপুর খুশি। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও ডুয়ার্সে তাপমাত্রার পারদ অনেকটাই নীচে নেমে গিয়েছে।