ঠান্ডায় জবুথবু কলকাতাসহ গোটা রাজ্য, তাপমাত্রা ঠেকল ১১.৪ ডিগ্রিতে, দার্জিলিংয়ে ২ ডিগ্রি
Friday, December 8 2023, 1:19 pm
Key Highlightsশুধু কলকাতা নয়, পাশাপাশি গোটা রাজ্যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ঠান্ডায় জবুথবু সবাই। বাতাসে হিমের পরশের পাশাপাশি রয়েছে ঘন কুয়াশা। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে শীত থাকবে এমনই। কলকাতার মধ্যে সল্টলেক এবং দমদমেই তাপমাত্রাই সবচেয়ে কম, ১১ ডিগ্রি সেলসিয়াস। সকালে আলিপুরের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। তাপমাত্রা নেমেছে দার্জিলিংয়ে, শিলিগুড়িতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫-৬ ডিগ্রির মধ্যে। জলপাইগুড়ি-র ৬ ডিগ্রি সেলসিয়াস।