Weather Update | নিম্নচাপের জেরে বাড়ছে জলীয় বাষ্পের পরিমান, উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে। এর ফলে আগামী কয়েকদিন ধরে বাড়বে বৃষ্টি।
বৃহস্পতিবারই অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, আজ শুক্রবার তা অবস্থান করছে ওড়িশার সম্বলপুরের কাছাকাছি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে। এর ফলে আগামী কয়েকদিন ধরে পশ্চিমের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে।