আবহাওয়াপশ্চিমাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, আপাতত গরম কলকাতায় জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা ক্রমশ উর্দ্ধমুখী। গরম বাড়বে আরও। আংশিক মেঘলা আকাশ থাকলেও আজকেই বৃষ্টির দেখা পাওয়ার সম্ভাবনা নেই। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক দু'দিনের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহষ্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির কাছাকাছি। আর শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৩ এবং ১৮ শতাংশ।