WBJEE 2025 Result | ১৫ দিনের মধ্যে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে প্রকাশ করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল : হাইকোর্ট!
Thursday, August 7 2025, 10:49 am

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার সকালে বিচারপতি কৌশিক চন্দ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ স্থগিত করে দেন।
আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার সকালে বিচারপতি কৌশিক চন্দ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ স্থগিত করে দেন। এরপর শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, আগামী ১৫ দিনের মধ্যে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে প্রকাশ করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। আর এই নতুন মেধাতালিকা ৬৬টি সম্প্রদায়কে নিয়ে তৈরি করতে হবে। অর্থাৎ রাজ্য সরকারের নয়া ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকা অনুযায়ী রাজ্য জয়েন্ট পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে পারবে না বোর্ড।