বিধানসভা নির্বাচন

কার দখলে থাকবে নীল বাড়ি? রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, রাসবিহারীতে শুরু ভোট গণনার প্রস্তুতি

কার দখলে থাকবে নীল বাড়ি? রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, রাসবিহারীতে শুরু ভোট গণনার প্রস্তুতি
Key Highlights

আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। কার দখলে থাকবে নবান্ন? তৃতীয়বার ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল না কি প্রথমবার নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮ টি। গণনাকেন্দ্রের বাইরে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ২৪২ টি কোম্পানি বাহিনী। রাসবিহারীতে শুরু হয়েছে ভোট গণনার প্রস্তুতি। বিভিন্ন দলের প্রতিনিধিরা আসতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই লম্বা লাইন পড়েছে।