নন্দীগ্রামে গিয়ে আহত মুখ্যমন্ত্রী, চিকিৎসাধীন SSKMএ, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে

Thursday, March 11 2021, 4:49 am
নন্দীগ্রামে গিয়ে আহত মুখ্যমন্ত্রী, চিকিৎসাধীন SSKMএ, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে
highlightKey Highlights

গতকাল নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথে তাঁর ওপর হামলা করেন ৫-৬ জন, এমনটাই জানিয়েছেন তিনি। ফলে গুরুতর আহত অবস্থায় গ্রিন করিডোরে রাতের মধ্যেই এস এস কে এম হাসপাতালে তাঁকে আনা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন যে তাঁর লিগামেন্টে আঘাত রয়েছে। তাঁর পায়ের পাতায় চিড়, সফট টিস্যু ইনজুরি এবং ডান কাঁধ ও কব্জিতে ব্যথাও রয়েছে, শ্বাসকষ্টও হচ্ছে তাঁর। সবমিলিয়ে এক ট্রমায় আছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File