Wayanad Landslide | ওয়েনাড়েতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৬! উদ্ধারকাজের জন্য বানানো হচ্ছে বেইলি ব্রিজ,আসছে স্নিফার ডগ
Friday, August 2 2024, 7:06 am
Key Highlights
ওয়েনাড়েতে ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩১৬। এখনও পাহাড় ভেঙে নেমে আসা পাথর ও কাদামাটির নীচে চাপা পড়ে শতাধিক মানুষ।
ওয়েনাড়েতে ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩১৬। এখনও পাহাড় ভেঙে নেমে আসা পাথর ও কাদামাটির নীচে চাপা পড়ে শতাধিক মানুষ। কাদামাটি সরাতেই উঠে আসছে একের পর এক নিথর দেহ। কার্যত শ্মশানে পরিণত হয়েছে চুরালমালা। উদ্ধারকাজে সেখানে বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনা। বেইলি ব্রিজ নির্মাণে উদ্ধারকাজের গতি অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা। ১৯০ ফুট লম্বা এই সেতু দিয়ে ২৪ টন ওজনের যানবাহন চলাচল করতে পারবে। উদ্ধারকাজে তামিলনাড়ু থেকে আনা হয়েছে কয়েকটি স্নিফার ডগ।
- Related topics -
- কেরল
- ভূমিধস
- প্রাকৃতিক দুর্যোগ
- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী