বিজ্ঞান ও প্রযুক্তি

জানুয়ারির শেষে জ্বালানি হিসাবে জল ভরে মহাকাশযান 'পিটিডি-১' পাঠাচ্ছে নাসা

জানুয়ারির শেষে জ্বালানি হিসাবে জল ভরে মহাকাশযান 'পিটিডি-১' পাঠাচ্ছে নাসা
Key Highlights

আগামী দিনে মহাকাশযানের ‘রথের রশি’ ধরা থাকতে পারে এক ও একমাত্র জ্বালানি জলের হাতেই। নতুন শতাব্দীর নতুন দশকে পা দিয়েই এই যুগান্তকারী পরীক্ষানিরীক্ষা শুরু করছে মানবসভ্যতা। প্রায় ৬ দশকের পুরনো ভাবনাচিন্তাকে বাস্তবায়িত করা লক্ষ্যে জ্বালানি হিসাবে জল ভরে মহাকাশযান পাঠাচ্ছে নাসা। এই জানুয়ারির শেষেই।পাসাডেনায় নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি সূত্রে খবর, জ্বালানি হিসাবে জল মহাকাশযানে ভরে ‘পাথফাইন্ডার টেকনোলজি ডেমনস্ট্রেটর' মিশনে একের পর এক পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করবে নাসা। জ্বালানি জলের জোগানো শক্তিতে ছোটা সেই প্রথম মহাকাশযানটির নাম- ‘পিটিডি-১’।