বিলাসবহুল রিসর্ট আলিবাগে বসছে বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের আসর
Friday, January 22 2021, 11:33 am

বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ে নিয়ে জোরদার জল্পনা শুরু হয় বেশ কিছুদিন ধরেই। আত্মীয় এবং ঘনিষ্ঠদের ই-কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বরুণ ধাওয়ান সাতপাকে বাঁধা পড়বেন বলে শোনা যায়। চলতি সপ্তাহের শেষেই ধাওয়ান পরিবারে বিয়ের আসর বসবে বলে জানা যায়। সেই অনুযায়ী পরিকল্পনাও শুরু হয়ে যায়। জানা যায়, আলিবাগের একটি বিলাসবহুল রিসর্টেই বসেছে বিয়ের আসর। ২৪ জানুয়ারি বরুণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন নাতাশা দালাল। যদিও বিয়ের আগে শুক্রবার থেকেই একটু একটু করে বিয়ের আগের অনুষ্ঠান শুরু হচ্ছে বলে জানা যায়। সেই অনুযায়ী শুক্রবার সকালে বাবা, মায়ের সঙ্গে আলিবাগের উদ্দেশে রওনা দেন নাতাশা।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- বরুন ধাওয়ান
- নাতাশা দলাল
- বিবাহ