খাদ্য

Vrindavan Prasad | তিরুপতি মন্দিরের পর এবার বৃন্দাবন ও মথুরার প্রসাদ নিয়ে অভিযোগ, গুণগত মান পরীক্ষা করতে নমুনা পাঠানো হবে ল্যাবে

Vrindavan Prasad | তিরুপতি মন্দিরের পর এবার বৃন্দাবন ও মথুরার প্রসাদ নিয়ে অভিযোগ, গুণগত মান পরীক্ষা করতে নমুনা পাঠানো হবে ল্যাবে
Key Highlights

বৃন্দাবনের প্রসাদে গুণগত মান নেই বলে অভিযোগ করেছেন ডিম্পল যাদব, প্রসাদ পরীক্ষার দাবি তুলেছেন।

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের মাঝেই এবার বৃন্দাবন ও মথুরার প্রসাদ ঘিরে উঠল গুরুতর অভিযোগ। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব অভিযোগ করেন, বৃন্দাবনে প্রসাদ হিসেবে সাধারণ মানুষ যে সব খাবার খাচ্ছেন তার গুণগত মান ঠিক নেই। সূত্রের খবর, গত ২ দিনে মথুরা, বৃন্দাবন এবং গোবর্ধনের একাধিক মন্দির সংলগ্ন দোকানগুলি থেকে খাবারের নমুনা সংগ্রহ করেছে উত্তরপ্রদেশের খাদ্য সুরক্ষা নিয়ামক দপ্তর। প্রসাদের খাবারের গুণগত মান পরীক্ষা করতে সেই নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হবে।