Vrindavan Prasad | তিরুপতি মন্দিরের পর এবার বৃন্দাবন ও মথুরার প্রসাদ নিয়ে অভিযোগ, গুণগত মান পরীক্ষা করতে নমুনা পাঠানো হবে ল্যাবে
Monday, September 23 2024, 11:14 am
Key Highlights
বৃন্দাবনের প্রসাদে গুণগত মান নেই বলে অভিযোগ করেছেন ডিম্পল যাদব, প্রসাদ পরীক্ষার দাবি তুলেছেন।
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের মাঝেই এবার বৃন্দাবন ও মথুরার প্রসাদ ঘিরে উঠল গুরুতর অভিযোগ। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব অভিযোগ করেন, বৃন্দাবনে প্রসাদ হিসেবে সাধারণ মানুষ যে সব খাবার খাচ্ছেন তার গুণগত মান ঠিক নেই। সূত্রের খবর, গত ২ দিনে মথুরা, বৃন্দাবন এবং গোবর্ধনের একাধিক মন্দির সংলগ্ন দোকানগুলি থেকে খাবারের নমুনা সংগ্রহ করেছে উত্তরপ্রদেশের খাদ্য সুরক্ষা নিয়ামক দপ্তর। প্রসাদের খাবারের গুণগত মান পরীক্ষা করতে সেই নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হবে।
- Related topics -
- খাদ্য
- খাদ্যগুণ
- খাদ্যের গুনাগুন
- বৃন্দাবন
- মথুরা