Delhi Election 2025 | রাজধানীতে শুরু হলো বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, দিল্লির ‘দিল’ জিতবে কে?
সাতসকালে রাজধানী দিল্লিতে শুরু হলো বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থী লড়ছে আজ।
সাতসকালে রাজধানী দিল্লিতে শুরু হলো বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থী লড়ছে আজ। লড়ছেন তিন দশক ক্ষমতায় থাকা আম আদমি পার্টি অর্থাৎ আপের কুশীলবরা। প্রায় ১৪,০০০ বুথে আজ ভোটগ্রহণ হবে। সন্ধ্যা ৬টা অবধি ভোট দেবেন দিল্লির জনগণ। তারপর প্রকাশিত হবে এক্সিট পোল যা থেকে আভাস পাওয়া যাবে দিল্লির মসনদে বসবে কে! ভোট গণনা হবে আগামী ৮ই ফেব্রুয়ারি। মঙ্গলবার সন্ধ্যায় কনট প্লেসের হনুমান মন্দিরে যান আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।