Vodafone Idea-BSNL | BSNL-এর আওতায় আসছে Vodafone-Idea? চলছে জোর জল্পনা
Saturday, May 24 2025, 4:20 pm
Key HighlightsBSNLএর মতো সরকারি টেলিকম সংস্থায় পরিণত হতে পারে ভোডাফোন আইডিয়া।
সম্প্রতি শীর্ষ আদালতে বড়ো ধাক্কা খেয়েছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়া। সূত্রের খবর, অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের উপর চাপানো বকেয়া সুদ, জরিমানা ও জরিমানার সুদ মকুবের জন্য কোর্টের দ্বারস্থ হয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। উল্লেখ্য, ভোডাফোন আইডিয়ার ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা ঋণকে অংশীদারিত্বে পরিণত করেছে কেন্দ্র। ফলে তাঁদের অংশীদারিত্ব দাঁড়িয়েছে ৪৯%। এই পরিস্থিতিতে ভোডাফোনের মালিকানা আসতে পারে কেন্দ্রের হাতে। ফলে BSNLএর মতো সরকারি টেলিকম সংস্থায় পরিণত হতে পারে ভোডাফোন।

