Vishwakarma Puja | আজ বিশ্বকর্মা পুজো, দেবশিল্পীকে পুজো করার শুভ সময় কখন? জেনে নিন

মাহেন্দ্রযোগ= দুপুর ১টা ৩২ মিনিট গতে দুপুর ৩টে ৯ মিনিটের মধ্যে, পুনরায় রাত ৮টা ৪৫ মিনিট গতে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, আজ ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বুধবার বিশ্বকর্মা পুজো । তিথি (ভাদ্র কৃষ্ণপক্ষ) একাদশী রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত। অমৃতযোগ= সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে, পুনরায় সকাল ৯টা ২৯ মিনিট গতে সকাল ১১টা ৭ মিনিটের মধ্যে, পুনরায় দুপুর ৩টে ৯ মিনিট গতে বিকেল ৪টে ৪৬ মিনিটের মধ্যে, পুনরায় সন্ধ্যা ৬টা ২২ মিনিট গতে রাত ৮টা ৪৫ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ৩০ মিনিট গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ= দুপুর ১টা ৩২ মিনিট গতে দুপুর ৩টে ৯ মিনিটের মধ্যে, পুনরায় রাত ৮টা ৪৫ মিনিট গতে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে।
- Related topics -
- পুজো ও উৎসব
- পুজোর ছুটি
- রাজ্য
- দেশ