খেলাধুলা

KKR vs RCB | কিং খানের দুর্গ থেকে 'বিরাট' জয়! KKRকে দুরমুশ করে RCBকে ম্যাচ জেতালেন কিং কোহলি

KKR vs RCB | কিং খানের দুর্গ থেকে 'বিরাট' জয়! KKRকে দুরমুশ করে RCBকে ম্যাচ জেতালেন কিং কোহলি
Key Highlights

শনিবারের ইডেনে কোহলি-সল্ট ঝড়ে উড়ে গেল অজিঙ্ক রাহানের কলকাতা। ৭ উইকেটে জিতল বেঙ্গালুরু।

শনিবারের ইডেনে কোহলি-সল্ট ঝড়ে উড়ে গেল অজিঙ্ক রাহানের কলকাতা। কেকেআরের শুরুটা হয়েছিল বিধ্বংসীভাবে। ২৫ বলে হাফসেঞ্চুরি করেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। রাহানে এবং সুনীল নারাইনের ১০৩ রানের জুটি করেন। তবে ১৭৪ রানে থমকে যায় কলকাতা নাইট রাইডার্স। কিংয়ের মেজাজ বজায় রাখলেন কোহলি। ৩৬ বলে ৫৯ করে ম্যাথ ছাড়লেন তিনি। আজ আরসিবিকে ম্যাচ জেতালেন ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে ২৯ দিয়ে তিন উইকেট নিলেন তিনি। ২২ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতল বেঙ্গালুরু।