খেলাধুলা

BCCI | বিরাট-রোহিতের একসঙ্গে শেষ ODI সফর, বিশ্বকাপের আগেই রোডম্যাপ ঠিক করে নিলো BCCI!

BCCI | বিরাট-রোহিতের একসঙ্গে শেষ ODI সফর, বিশ্বকাপের আগেই রোডম্যাপ ঠিক করে নিলো BCCI!
Key Highlights

২০২৭ বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেট দলের জন্য ODI রোডম্যাপ ঠিক করে ফেলল BCCI।

২০২৭ বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেট দলের জন্য ODI রোডম্যাপ ঠিক করে ফেলল BCCI। আগামী বছর ইংল্যান্ডে ODI সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। আর সেখানেই শেষবারের মতো বিরাট কোহলি এবং রোহিত শর্মা একসঙ্গে ইংল্যান্ড সফর করতে চলেছেন। সূচি অনুযায়ী, ২০২৬ সালে ইংল্যান্ডে পাঁচটি টি২০ খেলার পাশাপাশি তিনটি ODI ম্যাচের সিরিজ খেলবে ভারত। জুলাইয়ের ১ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে হবে টি২০ ম্যাচগুলো, জুলাইয়ের ১৪ থেকে ১৯ তারিখের মধ্যে হবে ODI সিরিজের তিনটি ম্যাচ। এটাই ২০২৭ ODI বিশ্বকাপের আগে ভারতীয় দলের শেষ বিদেশ সফর হতে চলেছে।