খেলাধুলা

Virat Kohli | অবসর ভেঙে টি২০তে খেলবেন কোহলি? নিজেই শর্ত দিয়ে সম্ভাবনার কথা জানালেন বিরাট!

Virat Kohli | অবসর ভেঙে টি২০তে খেলবেন কোহলি? নিজেই শর্ত দিয়ে সম্ভাবনার কথা জানালেন বিরাট!
Key Highlights

কিং কোহলি খোদ বলেন, ভারত যদি ২০২৮ অলিম্পিক ক্রিকেটের ফাইনালে ওঠে তাহলে তিনি ফাইনাল ম্যাচটি খেলতে পারেন!

ফের কি টি২০তে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে? সেই সম্ভাবনা উসকে দিয়ে কিং কোহলি খোদ বলেন, ভারত যদি ২০২৮ অলিম্পিক ক্রিকেটের ফাইনালে ওঠে তাহলে তিনি ফাইনাল ম্যাচটি খেলতে পারেন! একটি অনুষ্ঠানে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, তিনি লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরতে চান কিনা? সে প্রশ্নের জবাবে একপ্রকার রসিকতার সুরে বিরাট বললেন, “গোটা অলিম্পিকে খেলা? না না। তবে যদি আমরা সোনা জেতার ম্যাচে খেলি। তাহলে হয়তো একটা ম্যাচের জন্য আমি অবসর ভেঙে খেলে নিলাম এবং মেডেলটা জিতে বাড়ি ফিরে এলাম।”