Virat Kohli | টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট, কোহলির টেস্টে ক্রিকেটে মোট রান ৯০১৭
Friday, October 18 2024, 1:03 pm
Key Highlightsনিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কোহলি ৯০০০ রান পূর্ণ করেছেন, চতুর্থ ভারতীয় হিসেবে।
ফের রেকর্ড গড়লেন 'কিং' কোহলি।টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিনি স্পর্শ করেন ৯ হাজার রানের রেকর্ড। বিরাট নিলেন ১৯৭টি ইনিংস। বিরাট চতুর্থ ভারতীয় হিসেবে এই রান করলেন। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হওয়ার পর তাঁর টেস্টে ক্রিকেটে মোট রান ৯০১৭। এর আগে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান করেছিলেন যথাক্রমে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাসকার।
-  Related topics - 
 - খেলাধুলা
 - ক্রিকেট
 - ক্রিকেটার
 - ভারতীয় ক্রিকেটদল
 - বিরাট কোহলি
 

 