খেলাধুলা

Virat Kohli | টি-টোয়েন্টি ছেড়েছেন, তবু তিনটি ফরম্যাটেই ফের রেকর্ড গড়লেন 'কিং কোহলি'!

Virat Kohli | টি-টোয়েন্টি ছেড়েছেন, তবু তিনটি ফরম্যাটেই ফের রেকর্ড গড়লেন 'কিং কোহলি'!
Key Highlights

বুধবার আইসিসি প্রকাশ করেছে নতুন টি-টোয়েন্টি ব্যাটিং রেটিং পয়েন্ট। সেখানেই ইতিহাস গড়েছেন কোহলি।

২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তবে বাড়ি বসেই টি টোয়েন্টিতে রেকর্ড গড়ছেন তিনি। বুধবার আইসিসির তরফে নতুন টি টোয়েন্টি ব্যাটিং রেটিং পয়েন্ট তালিকা ঘোষিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিরাট ঝুলিতে রয়েছে ৯০৯ পয়েন্ট। এর ফলে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্টের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এছাড়াও বিশ্বে একমাত্র ব্যাটার হিসেবে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রমের রেকর্ড গড়েছেন তিনি।