Vinesh Phogat । তবে কি কুস্তির মঞ্চে কামব্যাক করছেন ভিনেশ ফোগাট? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কী লিখলেন কুস্তিগীর?
Friday, November 8 2024, 3:32 pm
Key Highlights
কুস্তিগীর ভিনেশ ফোগাট সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। অনুরাগীদের দাবি, এই পোস্টের মাধ্যমে ফের কুস্তির মঞ্চে ফেরার ইঙ্গিত দিচ্ছেন এই অলিম্পিয়ান।
কুস্তিগীর ভিনেশ ফোগাট সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ''মানলাম, তুমি আজ ক্লান্ত। এও মেনে নিলাম তুমি আজ ক্ষতবিক্ষত পক্ষী। কিন্তু, তোমার মধ্যে এখনও রয়ে গিয়েছে সাহস। তোমার লক্ষ্যের জন্য এখনও তুমি জীবিত রয়েছো।'' তারকা খেলোয়াড়ের এই পোস্টের পরই জল্পনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। অনুরাগীদের দাবি,ফের কুস্তির মঞ্চে ফেরার ইঙ্গিত দিচ্ছেন এই অলিম্পিয়ান। প্রসঙ্গত,ওজন বেড়ে যাওয়ায় প্যারিস অলিম্পিকসের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন ভিনেশ। এরপরই কুস্তিকে বিদায় জানান তিনি।
- Related topics -
- ভিনেশ ফগত
- খেলাধুলা
- মহিলা কুস্তিগীর
- কুস্তি
- কুস্তিগির
- কুস্তি ফেডারেশন
- আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি
- অলিম্পিক্স
- অলিম্পিক
- ভারতীয় অলিম্পিক সংস্থা
- প্যারিস