VU Computer Science Dept | উচ্চমানের ল্যাব-শিক্ষা, সঙ্গে নিশ্চিত প্লেসমেন্ট! কম খরচে কম্পিউটার বিজ্ঞান কোর্স বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
অনেকেরই ধারণা কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা মানে বিশাল খরচ সাপেক্ষ। আবার অনেকে মনে করেন যেখানে কম খরচে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়া যায়, সেখানে ভালো শিক্ষা ব্যবস্থা নেই।তবে এই পুরো ধারণাই বদলে দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ! এখানে তুলনামূলক কম খরচে রয়েছে এমসিএ (MCA) এবং এমএসসি (MSc) করার দুর্দান্ত সুযোগ। সঙ্গে রয়েছে উন্নত ল্যাব, উচ্চমানের শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক সেমিনারের ব্যবস্থা, ইন্টার্নশিপ এমনকি চাকরি পাওয়ার সুযোগও।
বিজ্ঞান ও প্রযুক্তি দুটিই সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তার হচ্ছে, উন্নত হচ্ছে। সমাজ উন্নত হওয়ার সঙ্গে কদর বাড়ছে আইটি, ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরিরও। এক্ষেত্রে দরকার ভালো প্রশিক্ষণ, শিক্ষা। অনেকেরই ধারণা কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা মানে বিশাল খরচ সাপেক্ষ। আবার অনেকে মনে করেন যেখানে কম খরচে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়া যায়, সেখানে ভালো শিক্ষা ব্যবস্থা নেই। তবে এই পুরো ধারণাই বদলে দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ! এখানে তুলনামূলক কম খরচে রয়েছে এমসিএ (MCA) এবং এমএসসি (MSc) করার দুর্দান্ত সুযোগ। সঙ্গে রয়েছে উন্নত ল্যাব, উচ্চমানের শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক সেমিনারের ব্যবস্থা, ইন্টার্নশিপ এমনকি চাকরি পাওয়ার সুযোগও।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষাব্যবস্থা :
১৯৯৯ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কম্পিউটার বিজ্ঞান বিভাগ। প্রথমে এমসিএ কোর্স দিয়ে যাত্রা শুরু করে এই বিভাগ। পরে ২০০২ সাল থেকে শুরু হয় এমএসসি কোর্সও। সফ্টওয়্যার শিল্পের প্রয়োজনীয়তা এবং উচ্চ শিক্ষা ও গবেষণার সুবিধার্থে এমসিএ এবং এমএসসি-র সিলেবাস তৈরি করা হয়েছে।
এম.সি.এ কোর্স : মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ) তিন বছরের, ছয় সেমিস্টার যুক্ত কোর্স। যা ১০+২ স্তর পর্যন্ত গণিত অধ্যয়ন করে যে কোনও স্ট্রিমের স্নাতকদের জন্য উন্মুক্ত। প্রোগ্রামটি AICTE দ্বারা অনুমোদিত কোর এবং অ্যাপ্লিকেশন ক্ষেত্রগুলির একটি মিশ্রণ। এই কোর্স ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কর্তৃক অনুষ্ঠিত কম্পিউটার অ্যাপ্লিকেশনের (JECA) জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার পারফরম্যান্সের ভিত্তিতে এমসিএ কোর্সে ভর্তি করা হয়। যার সর্বোচ্চ আসন ধারণক্ষমতা ৬০ জন।
এম.এসসি. কোর্স : কম্পিউটার সায়েন্সে এম.এসসি দুই বছরের, চার সেমিস্টার যুক্ত কোর্স। এম.এসসি- এ ভর্তি হতে হলে বিএসসি-তে যোগ্যতা অর্জন করতে হবে শিক্ষার্থীদের। অনলাইনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে আবেদন জমা করতে হয়। এরপর যোগ্যতা অনুযায়ী পড়ুয়াদের বাছাই করা হয় এবং তালিকা প্রকাশ করা হয়। এই কোর্সের সর্বোচ্চ আসন ধারণক্ষমতা ৩৭ জন।
অত্যাধুনিক ল্যাব, উচ্চ শিক্ষিত অধ্যাপক-অধ্যাপিকা, লাইব্রেরি, রিসার্চের সুব্যবস্থা নিয়ে সমৃদ্ধ এই বিভাগ। বলে রাখা ভালো, এই বিভাগের প্রায় অধিকাংশ অধ্যাপকই পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। এখানে নিয়মিত ক্লাস ছাড়াও প্রতিনিয়ত আয়োজন করা হয় বিভিন্ন রকমের সেমিনার, ভাইভা, মকটেস্ট, রিসার্চ প্রজেক্ট ওয়ার্ক, ডেভেলপমেন্ট ওয়ার্ক। এছাড়াও এখানে ডিজিটাল মার্কেটিং, ডেটা সায়েন্স,ওয়েব ডেভেলপমেন্ট-সহ ৫টি ডিপ্লোমা কোর্স করারও সুযোগ রয়েছে এখানে।
কোর্সের খরচ :
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর বিশ্বপতি জানা বলেন, এম.সি.এ এবং এম.এসসি. কোর্সের ভর্তির খরচ প্রায় ১২ হাজার টাকা প্রতি সেমিস্টার। অর্থাৎ ৪ বছরে সব মিলিয়ে ৫০ হাজার টাকা খরচ। প্রসঙ্গত, পড়ুয়ারা এক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী পেতে পারেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যার দরুন তারা পেয়ে থাকে ৬০ হাজার টাকা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রয়েছে ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার রয়েছে, যাদের সাহায্যে পরিবারের আয়ের ভিত্তিতে পড়ুয়ারা ৩০ থেকে ৬০ শতাংশ বা তারও বেশি আর্থিক ছাড় পেয়ে থাকে নানান ক্ষেত্রে।
প্লেসমেন্ট :
বিজনেস প্রো, IMOS, TCS, Idiosys, Laser5 Co. Ltd. RS সফ্টওয়্যার, ISIS ডিজাইন সার্ভিস, Infoway Private Limited এর মতো বিভিন্ন প্রখ্যাত কোম্পানি এখানে তাদের সেমিনার পরিচালনা করে এবং এই কোম্পানিতে পড়ুয়াদের ইন্টারশিপ এমনকি চাকরির সুযোগ দেওয়া হয়। প্রায় ৮০% শিক্ষার্থীই তাদের কোর্স শেষ করার আগে একটি ভালো কোম্পানিতে স্থান অর্জন করতে সক্ষম হয়।
অন্যান্য সুবিধা :
যাতে ভিন্ন শহর, জেলার ছাত্র-ছাত্রীরা এখানে এসে স্বাচ্ছন্দে এবং নিরাপদভাবে পড়াশোনা করতে পারে তাই জন্য মেদিনীপুর শহরে রয়েছে প্রচুর হোস্টেল, মেস, হেটেলের সুব্যবস্থা। এমনকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রয়েছে হোস্টেলের ব্যবস্থা। এছাড়াও অন্যান্য শহরের থেকে তুলনামূলক বেশ সস্তা মেদিনীপুরের বসবাস। পাশাপাশি পড়ুয়াদের জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকেও এই শহরকে গড়ে তোলা হয়েছে নিরাপদ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করার জন্য চালু করা হয়েছে বিশেষ বাসের ব্যবস্থাও।
শিক্ষাগত দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলা। আর এই জেলাতেই অবস্থিত রাজ্যের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়- শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কলা বিভাগ থেকে শুরু করে বিজ্ঞান বিভাগ, সর্বক্ষেত্রেই শিক্ষা ব্যবস্থা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে বেশ উন্নত। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ। বিশ্ববিদ্যালয়ের মতোই তার কম্পিউটার বিজ্ঞান বিভাগও যে প্রতি ক্ষেত্রেই উন্নত ও অনন্য তা প্রমাণ করে দিচ্ছে প্রত্যেক সময়ে। যার ফলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ হয়ে উঠেছে কম্পিউটার সাইন্স নিয়ে পড়তে ইচ্ছুক পড়ুয়াদের প্রথম পছন্দ!
- Related topics -
- শিক্ষা ব্যবস্থা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজ্ঞান
- সাফল্যের কাহিনী
- অন্যান্য