Vidyasagar Setu | রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, গাড়ি ঘোরাবেন কোন পথে?
Friday, November 14 2025, 4:32 am
Key Highlightsবিগত কয়েক সপ্তাহে কখনও ৮ ঘণ্টা, কখনও ১৬ ঘণ্টা পর্যন্ত বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু।
বদল এলো না রুটিনে। এই রবিবারও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৬ নভেম্বর, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে ঘোরানো হবে। কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতুর দিকে ঘোরানো হবে। যাত্রীবাহী গাড়িগুলিকে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে পাঠানো হবে।
- Related topics -
- শহর কলকাতা
- দ্বিতীয় হুগলি সেতু
- উড়ালপুল বন্ধ
- এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট
- ট্রাফিক গার্ড
- ট্রাফিক সার্জেন্ট
- ট্র্যাফিক
- লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুম
- পুলিশ প্রশাসন

